পরকালের বন্ধু সূরা মূলক মুখস্থ চ্যালেঞ্জ


 পরকালের বন্ধু সূরা মূলক মুখস্থ চ্যালেঞ্জ
(৩০ দিনে ৩০ আয়াত)


বিসমিল্লাহির রাহমানির রাহীম 

ইতোমধ্যে ৪ টি আয়াত দেয়া হয়েছে। যদি সবার মুখস্ত হয়ে থাকে তবে পরবর্তী আয়াত দেয়া হবে।সবার মতামত প্রত্যাশা করি।

সবাই দোয়া করবেন আমার জন্য।পরকালের বন্ধু সূরা মূলক মুখস্থ চ্যালেঞ্জ 

পরকালের_বন্ধু_সূরা_মূলক_মুখস্থ_চ্যালেন্জ  


[ ৩০ দিনে ৩০ আয়াত ] 


দিন ০১ 

আয়াত ০১ 


تَبٰرَکَ الَّذِیۡ  بِیَدِہِ  الۡمُلۡکُ ۫ وَهُو عَلٰی کُلِّ  شَیۡءٍ قَدِیۡرُۨ ۙ﴿۱﴾


তাবা-রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন কাদীর।


মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁর করায়ত্ব; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান –

Alhamdulillah 🖤

পরকালের বন্ধু সূরা মূলক মুখস্থ চ্যালেঞ্জ

(৩০ দিনে ৩০ আয়াত)


২য় দিন ২য় আয়াত

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ﴿٢﴾

আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়া-তা লিইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহছানু‘আমালাওঁ ওয়া হুওয়াল ‘আঝীঝুল গাফূর।


যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।


আলহামদুলিল্লাহ্🖤

পরকালের বন্ধু সূরা মূলক মুখস্থ চ্যালেঞ্জ


(৩০ দিনে ৩০ আয়াত)


৩য় দিন ৩য় আয়াত


বিসমিল্লাহির রাহমানির রাহীম 

الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ﴿٣﴾

আল্লাযী খালাকা ছাব‘আ ছামা-ওয়া-তিন তিবা-কান মা- তারা- ফী খালকির রাহমা-নি মিন তাফা-উত ফারজি‘ইল বাসারা হাল তারা- মিন ফুতূর।


তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?


আলহামদুলিল্লাহ্🖤


(৩০ দিনে ৩০ আয়াত)


৪র্থ দিন ৪র্থ আয়াত


বিসমিল্লাহির রাহমানির রাহীম 

 ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ ﴿٤

ছু ম্মার জি‘ইলবাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খা-ছিআওঁ ওয়া হুওয়া হাছীর।


অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।


আলহামদুলিল্লাহ্🖤



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url