অল্প বয়সে বিয়ে করার উপকারিতা

 

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা......

এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়......

অতচ এই আয়াতে আল্লাহ বলেন :

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি

আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।


আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ  তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়। 

১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী, 


২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

 

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।


হাদিসটি পাবেন


(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল 


অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু

সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি

করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।

আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার

ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......

যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল

অফার টাকে গ্রহণ করুণ।

বিয়ে করুণ


বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো👇👇👇


১। লজ্জা স্থানের হেফাজত হয়


২। বিবাহ চক্ষু নিচু করে


৩।  তাড়াতাড়ি ধনি হওয়া যায়।


৪।  ইমান পরিপূর্ণ হয়


৫। অসুস্থতা দূর হয়।


৬। ইবাদতে মজা পাওয়া যায়।


৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।


৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।

এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন

যেনা করতে গিয়েও তা পাবেন না।


৯। মেজাস ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।


১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।


আরো অনেক উপকারিতা আছে।


বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে

অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।


ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।

সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা এবং তার দ্বীনদারিত্ব   দেখুন, তার সাথে বিয়ে দেন।ইনশাআল্লাহ  ফায়দাবান হবেন।


জাযাকাল্লাহ খায়েরান।🥀

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url